ভারতের তামিলনাডুর পাঁচ বারের মুখ্যমন্ত্রী জয়ললিতা ক্ষমতায় থাকা অবস্থায় ৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। শুধু তিনিই নন ক্ষমতায় থাকা অবস্থায় মারা যান গোপীনাথ বরদলুই। অসমের মুখ্যমন্ত্রী থাকাকালীন ১৯৫০ সালের ৫ অগস্ট গোপীনাথ বরদলুইয়ের মৃত্যু হয়।
১৯৫৬ সালের ৩১ ডিসেম্বর মারা যান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী রবিশঙ্কর শুক্ল। টানা ১৪ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীন ১৯৬২ সালের ১ জুলাই বিধানচন্দ্র রায় মারা যান। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী থাকাকালীন ৮ সেপ্টেম্বর ১৯৮২ সালে মারা যান শেখ আবদুল্লা।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থাকাকালীন ২৪ ডিসেম্বর, ১৯৮৭ সালে মারা গিয়েছিলেন এমজি রামাচন্দ্রন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকাকালীন ১৯৯৫ সালের ৩১ অগস্ট এক বোমা বিস্ফোরণে অসুস্থ হয়ে বিয়ন্ত সিং মারা যান।
২০০৯ সালে নাল্লামালার জঙ্গলে হেলিকপ্টার বিধ্বস্ত হলে মৃত্যু হয় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ইয়েদুগুরি রাজশেখর রেড্ডির। ২০১১ সালের ৩০ এপ্রিল সেলা পাসের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ায় মৃত্যু হয় অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী দোর্জি খাণ্ডুর।
২০১৬ সালের ৭ জানুয়ারি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী থাকাকালে দিল্লির এইমস হাসপাতালে মারা যান মুফতি মহম্মদ সঈদ।
বিডি প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা