সৌদি আরবের বিভিন্ন স্থানে আঘাত হানছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র। এতে হতাহতের ঘটনা ঘটেছে। সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সীমান্তের ওপারে ইয়েমেন থেকে শিয়া হুতিরা নির্বিচারে এসব হামলা চালাচ্ছে। খবর বিবিসির।
নাজরান শহরের বাসিন্দা জাবে বলেন, শুক্রবার বিকেলে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তার বাড়িতে আঘাত হানে। সে সময় লোকজন বাড়িতেই ছিলো। আল্লাহর রহমতে সবাই বেঁচে গেছেন।
ওই এলাকায় সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন।
রাজধানী থেকে কয়েকশো মাইল দক্ষিণে যেখানে গৃহযুদ্ধের কারণে প্রতিবেশী ইয়েমেন লণ্ডভণ্ড হয়ে গেছে, সীমান্ত ছাপিয়ে সেই যুদ্ধের ঢেউ এসে পড়ছে সৌদি আরবের কয়েকটি শহর এবং গ্রামে।
সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, ইয়েমেনের যুদ্ধে তাদের পাঁচশ’র মতো নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন আরো বহু মানুষ।
হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের খাওবার গ্রামে মেয়েদের একটি স্কুল ধ্বংস হয়েছে। মসজিদেও আঘাত হেনেছে ক্ষেপনাস্ত্র।
সৌদি কর্মকর্তারা মনে করেন, ইয়েমেন থেকে ছোঁড়া এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্য সৌদি আরবের নাজরান, আবা, গিজান, খামিস মুশিয়াত, এমনকি পবিত্র নগরী মক্কাও।
বিডি-প্রতিদিন/এস আহমেদ