Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২ মার্চ, ২০১৭ ০৫:৩৬
আপডেট : ২ মার্চ, ২০১৭ ০৮:৩৭

মিয়ানমার-চীন সীমান্তে জাতিগত সংঘাতে নিহত ১৬০

অনলাইন ডেস্ক

মিয়ানমার-চীন সীমান্তে জাতিগত সংঘাতে নিহত ১৬০

সামরিক বাহিনীর সঙ্গে জাতিগত সশস্ত্র গ্রুপগুলোর চলা সংঘাতে মিয়ানমারের চীন সীমান্ত সংলগ্ন অঙ্গরাজ্যে কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন। নভেম্বর থেকে শুরু হওয়া লড়াইয়ে কমপক্ষে ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানা যায়। 

মিয়ানমার সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ মিয়া তুন উ গত মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য দেন। তিনি জানান, গত তিন মাসে সংঘর্ষে ৭৪ জন সেনা, ১৩ জন সরকারি মিলিশিয়া, ১৫ জন পুলিশ ও ১৩ বেসামরিক নিহত হয়েছে। এছাড়া বিদ্রোহী নিহত হয়েছে ৪৫ জন এবং গ্রেফতার হয়েছে আরো চার জন। এছাড়া তিনি আরও শত শত বিদ্রোহী নিহত হয়েছে বলে অনুমান প্রকাশ করেন। 
 
মিয়ানমারের সীমান্ত এলাকায় কয়েক দশক ধরে চলা সহিংসতা বন্ধে শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। এর আগে বিদ্রোহী গোষ্ঠীগুলো জানায়, তারা সরকার-সমর্থিত যুদ্ধবিরতি চুক্তিতে কখনই স্বাক্ষর করবে না। সূত্র: এএফপি।

 বিডি প্রতিদিন/এ মজুমদার


আপনার মন্তব্য