আমেরিকার মিসিসিপিতে যমজ ভাইবোনের বিয়ে হওয়ার খবরটি সত্য নয় বলে জানিয়েছে ফক্স নিউজ। যে মার্কিন সংবাদমাধ্যম থেকে খবরটি বিশ্বব্যাপী ছড়িয়েছে, সেটিকেও 'ভুয়া' বলে অভিহিত করা হয়েছে ফক্স নিউজের প্রতিবেদনে।
ভুয়া ওই খবরে বলা হয়েছিল, এক দম্পতির সন্তান না হওয়ায় তারা মিসিসিপির ফার্টিলিটি ক্লিনিকে চিকিৎসকের কাছে গিয়েছেন সন্তানের জন্য। শারীরিক পরীক্ষায় জানা যায়, স্বামী-স্ত্রীর ডিএনএ প্রায় হুবহু মিলে যাচ্ছে। এ সময় চিকিৎসকরা জানান, তারা বাস্তবে যমজ ভাই-বোন।
মিসিসিপি হেরাল্ড নামে একটি ওয়েবসাইট প্রথম এ ভাই-বোনের দম্পতি হওয়ার সংবাদটি প্রকাশ করে। যদিও এটি কোনো সংবাদমাধ্যম নয়। এটি একটি ভুয়া সংবাদের ওয়েবসাইট!
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৭/ফারজানা