উত্তর কোরিয়ার বিরুদ্ধে একতরফা হামলা না চালানোর জন্য ওয়াশিংটনকে সতর্ক করেছে রাশিয়া। সোমবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভেরভ বলেন, 'উত্তর কোরিয়ায় হামলা চালানো খুবই ঝুঁকিপূর্ণ পন্থা'। মূলত মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সাম্প্রতিক মন্তব্যের জেরেই এ সতর্কবাণী উচ্চারণ করলো মস্কো।
ল্যাভরভ বলেন, 'আমরা কখনোই পিয়ংইয়ংয়ের অপরিণামদর্শী ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে সমর্থন করি না, যা জাতিসংঘ রেজুলেশনকে লঙ্ঘন করে। তবে এর অর্থ এই নয় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনকে অমান্য করে হামলা চালাবে।'
তিনি আরো বলেন, 'আমরা আশা করি যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াতে সিরিয়ার মতো একতরফা হামলা চালাবে না।'
এর আগে ১০ দিনের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফরকালে দক্ষিণ কোরিয়ায় মাইক পেন্স বলেন, উত্তর কোরিয়ার সামরিক ‘উসকানির’ বিরুদ্ধে ধৈর্য ধরার দিন শেষ হয়েছে। এছাড়া যেকোনও সময় ট্রাম্প উত্তর কোরিয়া মার্কিন হামলা চালাতে পারেন বলেও মার্কিন গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। এ পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল