ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতী হামলার দুই সপ্তাহ পরেই আবারও রক্তাক্ত হলো যুক্তরাজ্য। এবার হামলা হলো দেশটির প্রাণকেন্দ্র লন্ডন ব্রিজ, যা টেমস নদীর ওপর অবস্থিত। এতে ৬ জন সাধারণ মানুষ এবং তিন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়। আহত হয়েছেন আরও ৪৮ জন। হামলাটিকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে দেশজুড়ে সতর্কতা জারি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্র তেরেসা মে।
লন্ডনের এ ভয়াবহ জঙ্গি হামলাতে এক পাকিস্তানির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। জানা যায়, নিহত তিন জঙ্গির মধ্যে একজন পাকিস্তানি জঙ্গি।
আগামী ৮ জুন ব্রিটেনে সাধারণ নির্বাচন। তার আগেই এই হামলায় কিছুটা আতঙ্কিত ব্রিটেন। তার উপরে জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের নাম জড়িয়ে যাওয়ায় বেশ বিব্রত লন্ডনের পাক বংশোদ্ভুত মেয়র। এখনও পর্যন্ত ওই হামলায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের অধিকাংশ ইস্ট লন্ডনের। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার