যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পাইসার পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একজনকে তার শীর্ষ যোগাযোগ কর্মকর্তা নিয়োগ করার প্রতিবাদে স্পাইসার পদত্যাগ করেন।
হোয়াইট হাউজে মেয়াদের বেশির ভাগ সময় প্রেস সেক্রেটারি এবং যোগাযোগ পরিচালক- দুই দায়িত্বই পালন করেছেন স্পাইসার।
একের পর এক সৃষ্ট বিতর্কে বিশেষ করে ট্রাম্পের নির্বচনী প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার কর্মকর্তাদের যোগাযোগের বিষয়টি নিয়ে হোয়াইট হাউজের প্রতিক্রিয়ার বিষয়টি তিনিই তদারক করতেন।
তার আকস্মিক পদত্যাগে হোয়াইট হাউজের কর্মকর্তা-কর্মচারীরা বিস্মিত হয়েছেন। নিউ ইয়র্ক টাইমস বলেছে, ৪৫ বছর বয়সী স্পাইসার শীর্ষ ওই পদটিতে স্কারামুচিকে নিয়োগের ঘোরবিরোধী ছিলেন। এ নিয়োগকে তিনি ‘বড় ধরনের ভুল’ বলে মনে করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন