আমেরিকার সেনাবাহিনীতে কোনো প্রেক্ষিতেই তৃতীয় লিঙ্গের মানুষদের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গর মানুষ থাকার ব্যাপক খরচ ও বিঘ্ন সৃষ্টির প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
টুইটারে দেয়া পোস্টে তিনি জানান, ‘আমাদের সামরিক বাহিনীকে যুদ্ধ জয়ের চূড়ান্ত লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই এগিয়ে যেতে হবে।
উল্লেখ্য, র্যান্ড কর্পোরেশনের ২০১৬ সালের হিসেব অনুযায়ী ১২ লাখ সেনাবাহিনী সদস্যর মধ্যে কমপক্ষে ২হাজার ৪শ৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে। গত বছর ওবামা প্রশাসন সেনাবাহিনীতে প্রকাশ্যে তৃতীয় লিঙ্গর মানুষ নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। কিন্তু গত জুনে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস সেই সিদ্ধান্তে ছয় মাস স্থগিত করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন