রাশিয়ার ওপর নতুন করে বড় পরিসরে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত বিলটি সম্প্রতি আমেরিকার প্রতিনিধি পরিষদে বিপুল ভোটে পাশ হয়। এবার সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ভোটে (৯৮-২) বিলটি পাশ হয়েছে।
বিলটি বাস্তবায়নের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের প্রয়োজন। খুব শীঘ্রই বিলটি হোয়াইট হাউজে পাঠানো হচ্ছে। খবর বিবিসির।
শুরু থেকেই নতুন বিলটির বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করে আসছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতাগ্রহণের আগে থেকেই রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী ছিলেন। কিন্তু বিলটি সে বিষয়ে বড় মাপের বাধা সৃষ্টি করবে বলেই ধারণা করা হচ্ছে।
ট্রাম্প চাইলে এ বিলে ভেটো দিতে পারেন। সিনেটে পাশ হওয়া এই বিলে রাশিয়ার পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরানের ওপরও নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/২৮ জুলাই, ২০১৭/ফারজানা