পানামা কেলেঙ্কারির শুনানির শুরু হচ্ছে আজ। পাকিস্তানের লাখো মানুষ আজেকের দিনের দিকেই তাকিয়ে আছে। কারণ, পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তাঁর পরিবারের ভাগ্য এখন সুপ্রিম কোর্ট হাতে। প্রসঙ্গত, গত বছর পানামা পেপারস পেপার দুর্নীতি মামলায় জড়িয়ে পড়েন পাক প্রধানমন্ত্রী।
জানা যায়, যদি নওয়াজ শরিফ ও তাঁর পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হন তাহলে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হতে পারে প্রধানমন্ত্রীকে।
এদিকে পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিয়ার আলি খান জানান, পানামাগেট মামলায় সুপ্রিম কোর্টের রায় প্রকাশের পর তিনি নিজের পদ থেকে সরে দাঁড়াবেন। তাঁর এই সিদ্ধান্তে আশ্চর্য হয়েছে তাঁর সমর্থকেরা এবং পিএমএল-এন।
শোনা যাচ্ছে, নওয়াজ শরিফকে তাঁর পদ থেকে সরে দাঁড়াতে হলে সেই দায়িত্বে আসতে পারেন তাঁর ছোট ভাই শাহবাজ শরিফ।
বিডি-প্রতিদিন/২৮ জুলাই, ২০১৭/ওয়াসিফ