পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। এমনটাই গুঞ্জন রয়েছে পাকিস্তানি গণমাধ্যমগুলোতে।
শাহবাজ শরীফ বর্তমানে পাঞ্জাবের মূখ্যমন্ত্রী। তিনি জাতীয় সংসদের সদস্য নন। তাই প্রধানমন্ত্রী হতে হলে তাকে নির্বাচিত হয়ে আসতে হবে। খাজা আসিফ অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী থাকলেও ধারনা করা হচ্ছে শাহবাজ হতে পারেন নির্বাচিত প্রধানমন্ত্রী।
১৯৯৭-১৯৯৯ সালেও শাহবাজ পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের মূখ্যমন্ত্রী ছিলেন। ১৯৮৮ সালে পাঞ্জাব সংসদের একজন সংসদ সদস্য হিসেবে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন তিনি। ১৯৯৩ সালে পাঞ্জাবের প্রধান বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন।
উল্লেখ্য, শুক্রবার দেশটির সুপ্রিমকোর্ট অযোগ্য ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান নওয়াজ শরীফ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, আদেশের বিষয়ে ‘আপত্তি’ থাকলেও নওয়াজ শরীফ সর্বোচ্চ আদালতের প্রতি সন্মান জানিয়ে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৭/হিমেল