স্পেনের বার্সেলোনা নগরীর কাছে শনিবার একটি সংগীত উৎসব চলাকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। জানা গেছে, এতে ২২ হাজারেরও বেশি লোককে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
বিবিসি'র প্রতিবেদনে বলা হয়, উৎসবে অংশ নেয়া মোট ২২ হাজার ১৪৩ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। খবর পেয়ে দমকল কর্মীরা স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের সান্তা কোলোমা ডি গ্রামেনেটের টোমোরোল্যান্ডে ছুটে যায়। তারা ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও আয়োজকরা ফেসবুকে জানায়, কারিগরী ত্রুটির কারণেই এমনটা হয়েছে। তবে এ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/৩০ জুলাই, ২০১৭/ওয়াসিফ