জার্মানির কন্সটান্স শহরে একটি নৈশক্লাবে গোলাগুলির ঘটনায় কমপক্ষে দু'জন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার ভোর ৪টা ৩০ মিনিটের দিকে নৈশক্লাবে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। তার গুলিতে ঘটনাস্থলে এক ব্যক্তি নিহত হন। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে বন্দুকধারী ওই ব্যক্তি নিহত হন। এ প্রসঙ্গে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘নৈশক্লাবের অতিথিরা বাইরে সরে যেতে বা নিজেদের লুকিয়ে রাখতে সক্ষম হন।’
এদিকে স্থানীয় সম্প্রচারমাধ্যম এসডব্লিউআরকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীকে ঠেকানোর চেষ্টা করায় তিনি দ্বাররক্ষীকেও গুলি করেন।
বিডি-প্রতিদিন/৩০ জুলাই, ২০১৭/ওয়াসিফ