বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে আটক করেছে ভারতের পুলিশ। আটক জঙ্গির নাম আবদুল্লা আল মামুন।
রবিবার বিশেষ অভিযান চালিয়ে ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরপুর থেকে আবদুল্লাকে আটক করা হয়। ওই যৌথ অভিযানে অংশ নিয়েছিল উত্তরপ্রদেশের শাহারানপুর ও মুজাফফরপুরের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) এবং শামলি জেলার পুলিশ।
পরে এটিএস’এর তরফে এই আটকের কথা সরকারি ভাবে জানানো হয়। আটক জঙ্গির ছবি সহ এক বিবৃতি দিয়ে জানানো হয় বাংলাদেশের ময়মনসিংয়ের হুসেনপুর গ্রামের বাসিন্দা আবদুল্লা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম (এটিবি)-এর সক্রিয় সদস্য’।
এটিএস’এর আইজি অসীম অরুণ জানান মুজাফফরপুর জেলার কুটেসারা এলাকা থেকে আজ সকালে আবদুল্লা নামে এক বাংলাদেশি জঙ্গিকে আটক করা হয়েছে। গত এক মাসের বেশি সময় ধরে আবদুল্লা কুটেসারা এলাকায় বসবাস করছিল। যদিও এর আগে গত ২০১১ সাল থেকে শাহরানপুরের বেওবন্দ এলাকায় বাস করত সে। এবং ভারতে থাকার জন্য ভুয়া পরিচয় পত্র দিয়ে ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড তৈরি করেছিল’।
উত্তরপ্রদেশ এটিএস সূত্রে খবর জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের সদস্য আবদুল্লা তার সংগঠনের অন্য সদস্যের জন্যও ভারতে থাকার ভুয়া পরিচয়পত্র জোগাড় করে দিতো। শুধু তাই নয় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গেছে বহিরাগত বিশেষ করে বাংলাদেশি জঙ্গিদের পরিচয় পত্র তৈরি করে তাদের ভারতে নিরাপদে থাকার ব্যবস্থা করে দিত এই আবদুল্লা। এই ঘটনায় যুক্ত থাকার জন্য আরও তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন