জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে পারে ভারত। তবে এজন্য তাদের বর্তমান স্থায়ী ৫ সদস্যের যে ভোটো (আমি ইহা মানি না) প্রদানের ক্ষমতা আছে, সেটা না দাবি করে।এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালে। খবর এবিপি আনন্দের।
বর্তমান ৫ স্থায়ী সদস্যের মধ্যে রাশিয়া ও চীন নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামোয় কোনো পরিবর্তন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি। এই মুহূর্তে নিরাপত্তা পরিষদের বাকি তিনটি স্থায়ী সদস্য হলো আমেরিকা, ফ্রান্স ও যুক্তরাজ্য।
ওয়াশিংটনে ইউএস ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কাউন্সিলের এক সমাবেশে নিকি হ্যালে বলেন, ভারত যদি স্থায়ী সদস্য হতে চায়, তবে তাদের ভেটোদানের অধিকার না চাওয়াটাই ভালো।তাঁর দাবি, ভেটো ছাড়াও স্থায়ী সদস্য হওয়ার আরও অনেক সুবিধা রয়েছে।
তবে, দিল্লি অবশ্য স্পষ্ট করে দিয়েছে, ভেটো ক্ষমতা ছাড়া পরিষদের স্থায়ী সদস্য হওয়ার প্রস্তাব তাদের কাছে মূল্যহীন।
বিডি-প্রতিদিন/১৯ অক্টোবর, ২০১৭/মাহবুব