ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার পুলিশ এ কথা জানায়। খবর সিনহুয়ার।
খবরে বলা হয়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণে পুলওয়ামা জেলার ত্রালে নিজ বাড়িতে এ পুলিশ সদস্য নিহত হন। বন্দুকধারীরা জঙ্গি হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
পুলিশ মুখপাত্র বলেন, ‘গত সন্ধ্যায় ত্রালের গুত্র গ্রামের নিজ বাড়িতে জঙ্গিরা বন্দুক হামলা চালালে এক স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে, পৃথক এক ঘটনায় শোপিয়ান গ্রাম থেকে এক স্কুল শিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো জঙ্গি গ্রুপ এ হত্যার দায় স্বীকার করেনি।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৭/এনায়েত করিম