ভারতের মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সাঈদের গৃহবন্দীর সময়সীমা আরও ৩০ দিন বাড়াল পাকিস্তানের লাহোর আদালত৷ আদালতের এই নির্দেশ আগামী ২৪শে অক্টোবর থেকে কার্যকর হবে৷ বর্তমানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদ নিজের বাড়িতে বন্দী অবস্থাতেই আছে৷
বৃহস্পতিবার হাফিজ সাঈদ ও তার চার সহযোগীকে আদালতে নিয়ে আসা হয়৷ আদালতের বাইরে তখন বড় সংখ্যায় জড়ো হয়েছে হাফিজ অনুগামীরা৷ হাফিজদের দেখেই শ্লোগান দিতে দিতে তাদের উদ্দেশ্যে ফুল ছুড়তে থাকে অনুগামীরা৷
এদিন তিন সদস্যের বোর্ড বসে হাফিজদের মামলার শুনানিতে৷ আদালতে পাঞ্জাব সরকারেরর তরফ থেকে আদালতে হাফিজ ও তার চার অনুগামীদের গৃহবন্দীর সময়সীমা আরও তিন মাস বাড়ানোর জন্য আবেদন করা হয়৷ নিরাপত্তাজনিত কারণে তাদের গৃহবন্দীর সময়সীমা বাড়ানোর আবেদন করে পাঞ্জাব সরকার৷
পাকিস্তানের আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে সরকার সর্বোচ্চ ৯০ দিন আটক করে রাখতে পারে৷ কিন্তু আটকের সময়সীমা বাড়ানোর জন্য আদালত থেকে অনুমতি নিয়ে আসতে হয়৷ এদিন আদালত হাফিজ সাঈদের গৃহবন্দীর সময়সীমা এক মাস বাড়িয়েছে৷ তবে তার বাকি চার সহযোগীকে এই নির্দেশের বাইরে রেখেছে আদালত৷ চলতি বছর জানুয়ারী মাস থেকে মুম্বই হামলার ষড়যন্ত্রী হাফিজ সাঈদকে পাকিস্তানে গৃহবন্দী করে রাখা হয়েছে৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর