কয়েক মাস ধরে চলা কাতার সংকট সহসাই সমাধানের আশা দেখছেন না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এছাড়া এ সমাধানে অচলাবস্থা সৃষ্টর জন্য সৌদি নেতৃত্বাধীন জোটকেই দায়ী করেছেন তিনি। বৃহস্পতিবার ব্লুমবার্গ-কে দেওয়া এক সাক্ষাৎকারে টিলারসন একথা বলেন।
তিনি বলেন, ‘এটি শিগগিরই সমাধান হবে বলে আমার খুব বেশি আশাবাদ নেই। কয়েকটি পক্ষের এ বিষয়ে আলোচনায় বসার অনাগ্রহ রয়েছে বলেই মনে করা হচ্ছে।’
প্রসঙ্গ, মধ্যপ্রাচ্যের উপসগারীয় অঞ্চলে সৃষ্ট সংকট সমাধানে মধ্যস্থতা করতে নতুন করে সৌদি আরব ও কাতার সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে গত ৫ জুলাই কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের সদস্য সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরের বাইরে আরও কয়েকটি দেশ এই অবরোধে যোগ দেয়। অন্যদিকে, বরাবরই অভিযোগ অস্বীকার করে সংকট সমাধানে আলোচনায় বসার কথা বলে আসছে কাতার।
বিডি-প্রতিদিন/ ২০ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ