উত্তর কোরিয়াকে নিয়ে কোনও ধরনের অসংলগ্ন মন্তব্য করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'কঠিন শাস্তি' পেতে হবে বলে জানিয়েছে পিয়ংইয়ং। এমনকি ট্রাম্পের এশিয়া সফরকালেও যদি কিম জং উন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালান তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।
উত্তর কোরিয়ার মুখপত্র এক প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকার বাসিন্দারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাপ দিচ্ছে। কারণ তিনি আধ্যাত্মিকভাবে অস্থির। তাছাড়া তিনি মার্কিন ভূখণ্ডে পারমানবিক বিপর্যয় ডেকে আনতে পারেন।
উত্তর কোরিয়ার এমন হুমকিতে দু’পক্ষের মধ্যে উত্তেজনার পারদ আরও চড়ল বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
এদিকে টোকিওতে গিয়ে ট্রাম্প বলেছেন, ‘কোনও একনায়ক যুক্তরাষ্ট্রকে যেন দুর্বল না ভাবে।’ ট্রাম্পের এই মন্তব্য কিমের দিকে লক্ষ্য করেই করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
চলতি সপ্তাহেই দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। এশিয়া সফরের আগে উত্তর কোরিয়ার সঙ্গে সবরকম বাণিজ্য চুক্তি বাতিল করার কথা বলেছিলেন তিনি। এমনকী উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুমকিও দেন তিনি। তারই প্রেক্ষিতে এবার সরাসরি কঠিন শাস্তি দেওয়ার হুমকি দিল কিম জন উনের দেশ। এখন দেখার এই স্নায়ু যুদ্ধে কে কতটা সংযত থাকেন।
বিডিপ্রতিদিন/ ৬ নভেম্বর, ২০১৭/ ই জাহান