চুরির সন্দেহে ১৩ বছরের এক কিশোরকে ডেকে এনেছিলেন ভারতের দিল্লির বাসিন্দা কানওয়ার সিং। কিন্তু সেই কিশোর তার বিরুদ্ধে তোলা অভিযোগ মেনে নেয়নি। এরপর কানওয়ার সিং লোকজন ডেকে বেধড়ক মারধর করেন সেই কিশোরসহ তার এক বন্ধুকে।
তবে ঘটনা এখানেই শেষ হয়নি। সেই দুই কিশোরকে জোর করে যৌন কর্মে বাধ্য করে তার ভিডিও তুলে রাখেন কানওয়ার। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ২৬ অক্টোবর ঘটনাটি ঘটেছে দিল্লির মেট্রো বিহার এলাকায়।।
জানা গেছে, গত শনিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। তারপরই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। যৌন নিগ্রহ-সহ অন্যান্য অভিযোগ সংক্রান্ত শিশুরক্ষা আইন (পসকো) অনুসারে ১০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার ও মুখ্য পিআরও দীপেন্দ্র পাঠক।
পুলিশ সূত্রে খবর, তার বাড়িতে চুরি করার অভিযোগ তুলে কানওয়ার ওই দিন সেই কিশোরকে মেট্রো বিহারের বাড়ি থেকে ডেকে আনেন কানওয়ার। চুরির কথা স্বীকার না করায় ওই কিশোরের ১৫ বছরের এক বন্ধুকে ডেকে আনা হয়। নিজের লোকজন ডেকে কানওয়ার এর পর ওই কিশোরদের পরস্পরের সঙ্গে বাধ্য করেন যৌন কর্মে লিপ্ত হতে।
এরপর পেট্রোল ও লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় তাদের গায়ে। যৌণাঙ্গে সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয়। পুরো ঘটনার ভিডিও তুলে রাখেন। পুলিশে জানালে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তবে, এত কিছুর পর প্রথমে পুলিশে অভিযোগ জানায়নি কিশোরদের পরিবার। কিন্তু, সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার পরই পুলিশে অভিযোগ করেন আক্রান্ত দুই কিশোরের পরিবার।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর