মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি গির্জায় আততায়ীর গুলিতে হারিয়েছেন ২৬ জন। সেই সন্দেহভাজন আততায়ী ডেভিন কেলি এক সময় গার্হস্থ্য হিংসার দায়ে এক বছর জেল খেটেছিল। শুধু তাই নয়, তার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ থাকায় নিউ মেক্সিকোর হলোমান এয়ারফোর্স বেস থেকে কেলি চাকরি খুইয়েছিল।
এয়ারফোর্সের মুখপাত্র অ্যান স্তেফানেক এ কথা জানিয়েছেন। স্তেফানেক জানান, গার্হস্থ্য হিংসার দায়ে ২০১২ সালে কোর্ট মার্শাল হয়েছিল কেলির। তারপর এক বছরের জন্য জেল খেটেছিল কেলি।
নিউ মেক্সিকোর হলোমান এয়ারফোর্স বেসের মুখপাত্র আরও জানিয়েছেন, এয়ারফোর্স বেসের লজিস্টিক্স রেডিনেস দফতরে ২০১০ থেকে টানা ৪ বছর কাজ করেছিল কেলি।
উল্লেখ্য টেক্সাসের ফার্স্ট ব্যাপটিস্ট চার্চ অফ সাদারল্যান্ড স্প্রিংসে কেলির এলোপাতাড়ি গুলিচালনায় ২৬ জন প্রাণ হারান। গুরুতর আহত হন ২০ জন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর