নিজের দুই অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের দিয়ে পতিতাবৃত্তি করানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় মালয়েশিয়ার এক নারীকে ১৫০ বছরের কারাদণ্ড দিয়েছে সে দেশের আদালত। ৩৯ বছর বয়সী ওই নারী তার ১০ ও ১৩ বছর বয়সী দুই মেয়েকে বলপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করতো।
লারকিন পারদানা নামের এলাকার সস্তা হোটেলে নিজের দুই মেয়েকে যৌনকর্মে লিপ্ত করার বিনিময়ে সে ৫০ রিঙ্গিত করে নিতো।
এই অর্থ থেকে মেয়েদের সে কখনো ১, কখনো ২, কখনো, ১০-২০ রিঙ্গিত করে দিতো।
অক্টোবরের ২৫ তারিখে পুলিশ অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে। সে আদালতে শুনানির সময়ে লঘু দণ্ডের অনুরোধ জানায়। তবে বিচারক তার কথায় কর্ণপাত না করে অমানবিক এই কাজের জন্য তাকে ১০টি অভিযোগে ১৫০ বছরের সাজা দেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন