লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যে কোনও আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত রয়েছে দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউক জানান, ইসরায়েলকে দিয়ে লেবাননে সামরিক আগ্রাসন চালানোর জন্য সৌদি আরব যে প্রচেষ্টা চালাচ্ছে, তা কঠোর হস্তে প্রতিহত করা হবে।
হিজবুল্লাহর বর্তমান অবস্থান অত্যন্ত সংহত দাবি করে তিনি আরও বলেন, আমরা যে কোনো সামরিক পরিস্থিতি মোকবেলায় প্রস্তুত। লেবাননের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের প্রতিক্রিয়া কী হবে তা ইহুদিবাদী শত্রুরা ভালো করেই জানে। তারা সে পরিণতির সামাল দিতে পারবে না।
তিনি আরও বলেন, কোনো কিছুই হিজবুল্লাহকে দুর্বল করতে পারবে না। বিজয় নিশ্চিত করতে যে কোনো আগ্রাসন মোকাবেলায় হিজবুল্লাহ এখন সম্পূর্ণভাবে সক্ষম।
এর আগে লেবাননে হামলা হলে ইসরায়েলের দিকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুটবে বলে ধারণা সামরিক বিশেষজ্ঞদের এমন প্রতিবেদন প্রকাশ করে আরবের বিভিন্ন সংবাদ মাধ্যম।
'রায় আল ইউম'এর এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ও লেবাননে যুদ্ধের আশঙ্কা ছড়ালেও সম্ভাব্য যুদ্ধের পরিণতি নিয়ে ভাবছে ইসরায়েলও।
ইজরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর কমান্ডারদের আশঙ্কা, যুদ্ধ শুরু হলে লেবানন থেকে ইসরায়েলের দিকে প্রতিদিন হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে।
বিডিপ্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৭/ ই জাহান