আফগানিস্তানে সোমবার দিবাগত রাতে তালেবান বিদ্রোহীদের হামলায় অন্তত ২২ পুলিশ সদস্য নিহত এবং ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির কান্দাহার রাজ্যের কয়েকটি চেকপোস্টে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। তবে কান্দাহারের পুলিশ দাবি, নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় অন্তত ৪০ তালেবান যোদ্ধা নিহত হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় টোলো নিউজের বরাত দিয়ে সাবাহ ও এপিএ এর খবরে বলা হয়েছে, সোমবার দিবাগত রাতে কান্দাহার প্রদেশের জাহরি ও মাইওয়ান্দ জেলার কয়েকটি পুলিশ চেকপোস্টে হামলা চালায় তালেবান বিদ্রোহীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা হামলা চালায়। এতে সংঘর্ষে ২২ পুলিশ সদস্য নিহত এবং ১৫ জন আহত হয়। এ ছাড়া অন্তত ৪০ জন তালেবান যোদ্ধা নিহত এবং ৩৫ জন আহত হয়।
তবে তালেবান হোয়াটসঅ্যাপের মাধ্যমে দাবি করেছে, তারা অন্তত ৪৩ জন নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে। সেইসঙ্গে ১২টি সামরিক যান ধ্বংস করেছে।
এদিকে, কান্দাহার পুলিশের মুখপাত্র জিয়া দুরানি ২২ পুলিশ নিহত ও ১৫ জন আহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, তালেবান যোদ্ধারা চেকপোস্টের নিয়ন্ত্রণ নিতে না পেরে পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ