ক্যালিফোর্নিয়ার উত্তরে অবস্থিত একটি গ্রামের শিশুদের স্কুলের মধ্যে প্রথমে ট্রাক ও পরে বন্দুক নিয়ে হামলা চালাল বন্দুকবাজ। ভয়াবহ এই ঘটনায় প্রাণ গেল পাঁচ জনের।
মঙ্গলবার ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল আটটা নাগাদ। সেই সময় ছিল স্কুল শুরুর ব্যস্ততা। ভিড় পূর্ণ সেই সময়েই হামলা চালায় বন্দুকবাজ।
জানা গেছে, যে স্কুলে আক্রমোন চালানো হয়েছে সেই স্কুলের নাম রাঞ্চো তেহামা এলিমেন্টারি স্কুল। সকালের দিকে স্কুল শুরুর সময়ে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী এবং পড়ুয়াদের বেশ ভিড় ছিল স্কুল চত্বরে। সেই ভিড়ের মধ্যে প্রথমে ট্রাক নিয়ে হামলা চালায় আততায়ী। ট্রাকে পিষ্ঠ হয়ে মৃত্যু হয় চারজনের।
এই ঘটনার জেরে চরম আতংক ছড়ায় সমগ্র এলাকায়। প্রাণ বাঁচাতে এদিন ওদিক দৌড়াতে থাকেন অনেকে। অনেকে জীবন রক্ষায় স্কুলের মধ্যেই আশ্রয় নিয়েছিলেন। এই পরিস্থিতিতে ফের হামলা চালায় আততায়ী। ট্রাক থেকে নেমে স্কুলের ভিতরে ঢুকে যায় সে। ছুঁড়তে থাকে এলোপাথাড়ি গুলি। সেই সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান আরও একজন।
স্কুল চত্বরে জঙ্গি হানার খবর পেয়েই আসরে নেমে পরে স্থানীয় পুলিশ। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনী। স্কুলের মধ্যেই গুলি করে হত্যা করা হয় সেই বন্দুকবাজকে।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৭/তাফসীর