সেনা অভ্যুত্থানে গ্রেফতার করা হয়েছে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে। বিবিসি বুধবার এ তথ্য জানিয়েছে। তার সম্পর্কে ১০টি তথ্য :
জিম্বাবুয়ে ও ব্রিটেনের মধ্যকার সম্পর্ক উন্নয়নে অবদানের জন্য নাইট উপাধিতে ভূষিত হন মুগাবে। ১৯৯৪ সালে রাণী দ্বিতীয় এলিজাবেথ তাকে গ্র্যান্ড নাইট ক্রসে ভূষিত করেন।
মুগাবের বাবা ছিলেন ছুতার মিস্ত্রী। তিনি পরিবারকে ত্যাগ করেছিলেন।
১৯৮০ সালে স্বাধীনতা দিবসের উদযাপানে জ্যামাইকার সঙ্গীততারকা বব মার্লে গান গেয়েছিলেন। কিন্তু বিষয়টি পছন্দ হয়নি মুগাবের। তিনি বব মার্লের স্থলে ব্রিটিশ শিল্পী ক্লিফ রিচার্ডকে চেয়েছিলেন।
২০০০ সালে রাষ্ট্রীয় মালিকাধীন (আংশিক) ব্যাংক আয়োজিত লটারি জিতেছিলেন মুগাবে। পুরস্কার হিসেবে পান ১ লাখ জিম্বাবুয়ে ডলার।
২০১৩ সালে মুগাবের সম্পত্তির পরিমাণ ছিল ১০ মিলিয়ন মার্কিন ডলার।
একবার মুগাবে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। চীনের নোবেল হিসেবে খ্যাত 'কনফুসিয়াস শান্তি পুরস্কার' জিতেছেন ২০১৫ সালে।
অরগানাইজেশন অব আফ্রিকান ইউনিটি ও আফ্রিকান ইউনিয়ন দুই সংস্থারই চেয়্যারম্যানের দায়িত্বে ছিলেন মুগাবে।
তিনি ক্রিকেটের খুব ভক্ত। তবে স্কুলে টেনিস খেলতেন।
সর্বকনিষ্ঠ সন্তান চাতুঙ্গা বেলারমিনের জন্মের সময় মুগাবের বয়স ছিল ৭৩ বছর। তিনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান। (আফ্রিকার ইএনসিএ অবলম্বনে)
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৭/ফারজানা