সিরিয়ার মানববিহীন ড্রোনকে ভূপাতিত করেছে ইসরায়েলের প্যাট্রিয়ট মিসাইল৷ ড্রোনটি সিরিয়া থেকে আকাশপথে ইসরায়েলের দিকে অনুপ্রবেশের চেষ্টা করছিল ৷
ইসরায়েলি সেনা এক বিবৃতিতে জানিয়েছে, গোলান মালভূমির ওপরে, নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোনের ভগ্নাবশেষ পড়েছে৷ তবে যে জায়গায় ড্রোনটি ভেঙে পড়েছে, সেটি মূলত নো ম্যানস ল্যান্ড৷ সেনার দাবি, ড্রোনটি সিরিয়ার দিক থেকে উড়ে আসে৷ সিরিয়ান সেনার দ্বারাই এটি পরিচালিত ছিল বলে অভিযোগ ইসরায়েলের৷
প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বর মাসেও ইরানের একটি ড্রোনকে ধ্বংস করে ইসরায়েলি সেনা৷ লেবানন অধ্যুষিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লা ড্রোনটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাঠিয়ে ছিল বলে জানিয়েছিল ইসরায়েল৷ ইরানি সেনা ও হিজবুল্লা সন্ত্রাসবাদী গোষ্ঠী সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাসার আসাদের পক্ষে ছিল৷ তাই ইসরায়েলের অভিযোগ এদের মদদেই সিরিয়ার এই বাড়াবাড়ি৷
ড্রোনের অনুপ্রবেশের ঘটনার প্রেক্ষিতে সিরিয়াকে সতর্ক করেছে ইসরায়েল৷ তাদের বক্তব্য এই ধরণের উস্কানিমূলক ঘটনা কোনওভাবেই মেনে নেবে না তারা৷ পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা তাদের আছে৷ ইসরায়েল-সিরিয়া সীমান্তবর্তী এলাকায় ইরানি সেনার উপস্থিতিও তারা মানবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জেরুজালেম৷ সিরিয়া যুদ্ধবিরতি চুক্তি ভাঙলে, ইসরায়েলও চুপ করে থাকবে না বলে বিবৃতি পেশ করা হয়েছে৷
ড্রোনের অনুপ্রবেশের ঘটনাটিকে ইসরায়েল যথেষ্ট গুরুত্ব দিয়েই বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান৷ ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির পক্ষে নয়, কিন্তু কোনও দেশ উস্কানি দিলে তারাও ছেড়ে কথা বলবে না বলে জানিয়ে দিয়েছেন লিবারম্যান৷
বিডিপ্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৭/ ই জাহান