সিঙ্গাপুরে বুধবার একটি ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা এএফপিকে জানিয়েছে মেট্রো সিস্টেমের ক্রুটি থাকায় সর্বশেষ এই দুর্ঘটনাটি ঘটেছে।
আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সিঙ্গাপুরের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এএফপিকে জানিয়েছে ।
পরিবহন কর্মকর্তারা জানায়, পশ্চিমাঞ্চলীয় শহর জু কন স্টেশনে ভোরের ব্যস্ততম সময়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে অপর ট্রেন আঘাত করলে দু’টি ট্রেনের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/এনায়েত করিম