ভারতের সঙ্গে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান ও চীনের সম্পর্ক। আর তারই জের ধরে এবার ভারত সীমান্তে চীনা সামরিক হেলিকপ্টার নিয়ে মহড়া দিল পাক সেনাবাহিনী। ট্যাঙ্ক, আর্মার্ড কার ও সেই সঙ্গে চীনা WZ-10 Thunderbolt হেলিকপ্টার নিয়ে এই মহড়া চলে।
চীনা WZ-10 Thunderbolt সরাসরি প্রদর্শন করে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যাধুনিক এই সামরিক হেলিকপ্টার তারা চীনা কাছ থেকে পেয়েছে। এই চীনা সামরিক হেলিকপ্টার আসলে অ্যাটাকিং হেলিকপ্টার। যেকোন ঝটিকা আক্রমণ এই হেলিকপ্টার দিয়ে চালানো সম্ভব। বিশেষ করে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার মতো জায়গায়। প্রতিপক্ষের চেক পোস্টে হামলাসহ গোপন কমান্ডো অপারেশন সবকিছুই এই হেলিকপ্টার দিয়ে চালানো যায়।
তবে চীনা এই সামরিক হেলিকপ্টার মার্কিন অ্যাপাচির মতো ক্ষিপ্র কি না তা এখনও বুঝা যাচ্ছে না। অন্যদিকে, পাকিস্তান সেনাবাহিনীর এই কার্যক্রমকে গুরুত্বের সাথেই দেখছে ভারত।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ