স্যাটেলাইট ও নজরদারি ড্রোন ব্যবহার করে সিরিয়ার সীমান্তবর্তী বুকামাল শহরের আইএস ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অংশ নেয় শক্তিশালী সুখোই-৩০ এসএম বিমান।
এ ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়ার একটি বিমান ঘাঁটি থেকে ছয়টি বিমান উড়ে ইরান ও ইরাকের উপর দিয়ে গিয়ে সিরিয়ায় আইএসের ঘাঁটিগুলোর উপর হামলা চালায়। বিমান আইএসের দুর্গ, জনশক্তি, অস্ত্রভাণ্ডার ও সাঁজোয়া গাড়ির উপর বোমা নিক্ষেপ করেছে বলে দাবি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, স্যাটেলাইট ও নজরদারি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। বোমা হামলায় জঙ্গিদের সমস্ত লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। দুর পাল্লার বিমানগুলো সিরিয়ার ভূখণ্ডে পৌঁছালে লাতাকিয়ার হেমেইমিম বিমানঘাঁটি থেকে সুখোই-৩০এসএম যুদ্ধবিমানগুলোকে এস্কর্ট করে বোমা হামলা চালানো হয়। শেষে সেগুলো নিরাপদে রাশিয়ার ঘাঁটিতে ফিরে যায়।
প্রসঙ্গত, বুকামাল শহরটি সম্প্রতি মুক্ত করেছিল সিরিয়ার সেনাবাহিনী। কিন্তু মাস দুই যেতে না যেতেই ফের জঙ্গিরা ওই শহরটির দখল নিয়েছে বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ