মধ্য গ্রীসে ভারী বর্ষণের ফলে সৃষ্টি বন্যায় অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। বন্যায় দেশটির বাণিজ্যিক শহর মানদ্রা, নে পেরামোস মেগারা, রাজধানী এথেন্সের পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবিসি জানায়, বন্যায় এখন পর্যন্ত অন্তত ৩৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
খবরে বলা হয়, নিহতদের বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ, যাদের মৃহদেহ তাদের বাড়ির মধ্যে পড়েছিল।
মানদ্রার মেয়র বলেন, এটা বাইবেলে উল্লেখ করা দুর্যোগের মত। পানির তোড়ে সব কিছু ভেসে যাচ্ছিল।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৭/মাহবুব