পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের ইরান সীমান্তের কাছাকাছি স্থান থেকে বুধবার ১৫ জন পাকিস্তানি অবৈধ অভিবাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আকবর হারিফল এএফপিকে জানান, কেচ এলাকায় গাড়িসহ তাদের লাশ উদ্ধার করা হয়। তারা সবাই জাতিগত পাঞ্জাবী এবং অবৈধভাবে ইরান ভ্রমণ করছিলো।
প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র আনোয়ার উল হক কাকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৭/এনায়েত করিম