প্রেমের সম্পর্কে বিচ্ছেদের জেরে হতাশ এক পুলিশ কর্মকর্তা ফ্রান্সের রাজধানী প্যারিসে তিন জনকে গুলি করে হত্যা করেছেন। ওই পুলিশ প্রেমিকের নাম অরনাউদ মার্টিন। স্থানীয় সময় শনিবার (১৮ নভেম্বর) রাতে এ ঘটনার পরে ও পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন।
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, পুলিশ কর্মকর্তা অরনাউদ প্রেমিকার সঙ্গে গাড়িতে ঝগড়া করছিলেন। ঝগড়াল এক পর্যায়ে প্রেমিকার মাথায় গুলি করেন তিনি। এরপর গুলি করেন আরও দুই পথচারীকে। তার নির্বিচার গুলিতে আহত হন আরও তিন জন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্যারিসের উত্তরাঞ্চলের সারসেলেস এলাকার এ হত্যাকাণ্ডের ঘটনা রবিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে আসে।
বিডি প্রতিদিন/এ মজুমদার