কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকায় একটি বাস খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই স্থানীয় কৃষক। রবিবার দেশটির কর্মকর্তারা এ কথা জানান।
সাবানালারগার মেয়র সিজার কুয়াডরোস সাংবাদিকদের জানান, বাসটির চালক একটি মোটরসাইকেলকে এড়াতে দ্রুত রাস্তার একপাশে চলে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে খাদে পড়ে যায়। খবর এএফপি’র।
সাবানালারগা হাসপাতাল আকস্মিক এই বিপুল সংখ্যক রোগীদের চিকিৎসা সেবা দিয়ে কুলিয়ে উঠতে পারছে না। তাই আহত বেশ কয়েকজনকে আশপাশের শহরের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
মেয়র কুয়াডরোস বলেন, ‘আমরা খুব খারাপ সময় পার করছি। প্রকৃতি বিরূপ হয়ে উঠেছে। প্রচণ্ড ঠাণ্ডার পাশাপাশি ভারী বৃষ্টিপাত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বাসটিতে কতজন আরোহী ছিলেন আমরা সে ব্যাপারে নিশ্চিত নই। তবে দুর্ঘটনার সময় বাসটিতে বেশ কয়েকজন লোক ছিলেন।’
বিডি প্রতিদিন/২১ নভেম্বর ২০১৭/এনায়েত করিম