প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলীয় ওয়ালিস ও ফুটুনা দ্বীপপুঞ্জ উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.০। দ্বীপপুঞ্জ দু’টি ফ্রান্সের মালিকানায় রয়েছে। খবর তাস’র।
মঙ্গলবার মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দ্বীপপুঞ্জ দুটির প্রশাসনিক কেন্দ্র মাতা উতু নগরী থেকে ১৯৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ছয় কিলোমিটার গভীরে। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/২১ নভেম্বর ২০১৭/এনায়েত করিম