দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন আগামী সপ্তাহে চীন সফরে যাবেন। এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যেই তিনি এ সফরে যাচ্ছেন। প্রেসিডেন্ট কার্যালয় থেকে বুধবার এ খবর জানানো হয়। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট মুন আগামী বুধবার চার দিনের সফরে বেইজিং যাবেন। সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করবেন।
বিডি প্রতিদিন/০৭ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম