ট্যুইটারে ফলোয়ারের বিচারে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় অবস্থানে থেকে তাকে ছোঁয়ার অপেক্ষায় আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল সাইট ট্যুইটারের পক্ষ থেকে ‘মোস্ট ফলোড’ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ওই তালিকায় এই মুহূর্তে ট্রাম্পের ফলোয়ারের সংখ্যা ৪ কোটি ৪১ লাখ। মোদীর ফলোয়ার ৩ কোটি ৭৫ লাখ। অর্থাৎ ট্রাম্পের পর দ্বিতীয় স্থানে নরেন্দ্র মোদী।
ট্রাম্প ও মোদী ছাড়াও ট্যুইটারে জনপ্রিয়তার তালিকায় আছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তুরস্কের এরদোগান, ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রন, ব্রিটেনের তেরেসা মে।
বিডি প্রতিদিন/০৭ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম