যে কোন অনুপ্রবেশকারী মার্কিন ড্রোন পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করলেই গুলি করে নামানো হবে। পাকিস্তানের বিমানবাহিনীর প্রধান সোহাইল আমান বৃহস্পতিবার দেশটির রাজধানী ইসলামাবাদে এক জনসভায় এমনটাই ঘোষণা করলেন ।
তিনি বলেন, ‘কাউকে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করতে দেব না। আকাশে ভিনদেশি ড্রোন দেখলেই গুলি করে নামাতে নির্দেশ দিয়েছি। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে আমেরিকার ড্রোন হলেও গুলি চালাও। ’
উল্লখ্য, দুই সপ্তাহ আগে আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের ভেতরে জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে আমেরিকার ড্রোন। ঘটনায় ৩ সন্ত্রাসবাদীর মৃত্যু হয়। ২০০৪ সাল থেকেই পাকিস্তানে হানা দেওয়া শুরু করে মার্কিন ড্রোন। প্রত্যেক হামলার পরেই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু স্বয়ংক্রিয় উড়ন্ত ড্রোন গুলি করে নামানোর নির্দেশ এই প্রথম।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর