অস্ত্র নয়, আমেরিকাকে আটকাতে এবার নতুন উপায় ভাবছে রাশিয়া। মস্কোর দাবি, তারা এবার শুধু ইলেকট্রিক জ্যামার দিয়েই নিষ্ক্রিয় করে দিতে পারবে মার্কিন যুদ্ধজাহাজকে।
রাশিয়ার দাবি, মস্কোর মিলিটারি চিফেরা রাশিয়ান ইলেকট্রিক ওয়ারফেয়ারের মাধ্যমে যে কোনও যুদ্ধজাহাজ বা রাডারকে নিষ্ক্রিয় করে দিতে সক্ষম। মার্কিন নেভির ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুক নাকি একবার রাশিয়ার বিমান থেকে প্রয়োগ করা প্রযুক্তির কাছে হার মেনে থেমে গিয়েছিল কৃষ্ণ সাগরে।
সূত্রের খবর, সেই মার্কিন যুদ্ধজাহাজের চারপাশে উড়ে বেড়াচ্ছিল Sukhoi Su-24 রাশিয়ান যুদ্ধবিমান। এরপরেই সেই যুদ্ধজাহাজের একজন ক্রু সোশ্যাল মিডিয়ায় জানায়, তাদের জাহাজে থাকা লোকেটিং ডিভাইস কাজ করা বন্ধ করে দিয়েছিল আচমকা।
মস্কো আরও জানিয়েছে, শত্রুপক্ষকে থামিয়ে দিতে আর দামি অস্ত্রের কোনও প্রয়োজন নেই। দিনকয়েক আগেই উত্তর কোরিয়ার উপকূলে USS Carl Vinson এয়ারক্রাফট কেরিয়ার পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও দুটি এয়ারক্রাফট কেরিয়ার পাঠানোর খবরও পৌঁছেছে। এরপরই এই খবর প্রকাশ্যে আনল রাশিয়া।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর