নিউ মেক্সিকোর আজটেক হাই স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন। স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে।
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মৃত তিনজনের মধ্যে আততায়ীও ছিল। তবে বাকি দুজন স্কুলের পড়ুয়া নাকি সাধারণ মানুষ, তা জানাতে পারেনি পুলিশ। ঘটনার বেশ কিছুক্ষণ পরে আততায়ীর নিহত হওয়ার খবর জানায় পুলিশ। তবে নতুন করে কোনও হামলার আশঙ্কা নেই বলেও আশ্বস্ত করা হয়।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে মৃত দুই ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানান মেক্সিকো পুলিশের কর্মকর্তরা। ঘটনার পরেই এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
বিডি প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ