আবারও ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ কেঁপে ওঠে কাঠমান্ডু সংলগ্ন এলাকা।
ভূপৃষ্ঠের দশ কিমি অভ্যন্তরে কম্পনের উৎসস্থল বলে জানা গেছে।
এর আগে, বুধবার বিকেলেও জোরালো কম্পন অনুভূত হয় নেপালের রাজধানি এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। কম্পন ছড়িয়ে পড়ে উত্তরাঞ্চলেও। দেরাদুন থেকে ১২১ কিমি পূর্বে ছিল উৎসস্থল। উত্তরাখন্ডের রুরকিতেও কম্পন অনূভুত হয়।
বিডি প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ