পর্নোগ্রাফি নিয়ে সারা বিশ্বেই আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। শুরু হয়েছে নানা জরিপ ও গবেষণা। আর তারই জের ধরে জানা গেছে, এই মুহূর্তে চাইল্ড পর্নোগ্রাফির সবচেয়ে বড় যোগানদাতা ও উপভোক্তার দেশ ভারত।
জানা গেছে, ভারতে সবচেয়ে বেশি পর্নোগ্রাফি কনটেন্ট আপলোড হয় কেরল থেকে। আর সবচেয়ে বেশি সেই কনটেন্ট দেখা হয় হরিয়ানাতে। এই ধরণের জিনিস এই মুহূর্তে সবচেয়ে বেশি দেখা হয় মোবাইল ফোনে। সাইবার বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, ভারতে সারাদিন যা ডাউনলোড হয় তারমধ্যে ৪০ থেকে ৫০ শতাংশ পর্নোগ্রাফিক কনটেন্ট।
এ ব্যাপারে ভারতীয় সাইবার আর্মি-র পরিসংখ্যানের ভিত্তিতে এই ধরণের কনটেন্ট ব্যবহারকারীর তালিকায় পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। হরিয়ানা, পাঞ্জাবের পরই রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, দিল্লি, আসামও। সংস্থার পক্ষ থেকে মুখপাত্র জানিয়েছেন, 'এখনকার দিনে শহরের ছোটরা রীতিমতো টেকি। সেখান থেকেই বিভিন্ন ভাবে লিক হয়ে যাচ্ছে ছবি। তাই দিয়ে কাজ সেরে নিচ্ছে এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকার মানুষরা।' শিশুকাম মানসিকতাকে চরিতার্থ করার জন্যই এই সব ভিডিও।
চাইল্ড পর্নোগ্রাফির জন্য সবচেয়ে সহজলভ্য টার্গেট গ্রাম ও ছোট শহরের শিশুরা। তবে ভাববেন না শহরের শিশুরা নিরাপদ। শহরের স্কুলে যাওয়া শিশুরাও এই তালিকার যথেষ্ট ওপরের দিকে রয়েছে। প্রতি সেকেন্ডে ৪০০ জন এই ধরণের কনটেন্টের জন্য পরিচিত সার্চ ইঞ্জিনগুলিতে খোঁজ করে।
বিডি প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ