সামরিক ক্ষেত্রে উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকির প্রত্যুত্তরে এবার জাপান লং রেঞ্জ মিসাইল কিনতে চলেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইৎসুনোরি ওনোদেরা। স্থানীয় সময় শুক্রবার তিনি এই কথা জানান।
মন্ত্রী জানান, ফাইটার জেটে এই ক্রুজ মিসাইলগুলো রাখা হবে, এবং এগুলো কেনার জন্য বিশেষ বাজেটেরও আবেদন করা হবে।
স্থানীয় সংবাদ সূত্রের খবর অনুযায়ী, JASSM এবং LRASM- এই দুটি লং রেঞ্জের মিসাইল কেনা হবে। তবে সমগ্র বিষয়টি মিয়ে সমালোচনা শুরু হয়েছে, কারণ আন্তর্জাতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিপন্থী জাপান। এই দেশের সামরিক নীতি আত্ম-রক্ষার ক্ষেত্রেই ব্যবহৃত হয়, এবং জাপান-আমেরিকা নিরাপত্তা চুক্তির ভিত্তিতে শত্রুর ওপর আক্রমণে আমেরিকার ওপরই নির্ভরশীল জাপান।
চলতি সপ্তাহের প্রথমেই জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছিলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই হুমকির প্রত্যুত্তরে এই দেশের সঙ্গে আলোচনায় বসা অর্থহীন।
উত্তর কোরিয়ার মনোভাবে জাপান, আমেরিকা থেকে শুরু করে বিশ্বজুড়েই আতঙ্কের আবহ তৈরি হয়েছে বলে মনে করছে একাংশ। তাই এবার আর আলোচনা নয়, পাল্টা হামলার নীতিকেই মেনে চলতে চাইছে বেশ কিছু দেশ।
বিডি প্রতিদিন/০৯ ডিসেম্বর ২০১৭/আরাফাত