আফ্রিকার দেশ কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের একটি ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় ১৪ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫৩ জন।
শুক্রবার রাতে দেশটির পূর্বাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটেছে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস এ হামলাকে সাম্প্রতিক সময় জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর ঘটে যাওয়া হামলার মধ্যে সবচেয়ে বড় ও রক্তক্ষয়ী বলে বর্ননা করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন