গাজার দক্ষিণাঞ্চলে শনিবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এছাড়া ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে পণ্য পরিবহণ ক্রসিংও বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনের নিরাপত্তা সূত্রে বলা হয়েছে, ইসরাইলী হামলায় কেউ আহত হয়নি।
এ ব্যাপারে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলী যুদ্ধ বিমান মিসর-গাজা সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় রাফাহ অঞ্চলে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি।
এসময় বিবৃতিতে আরও বলা হয়, ‘সন্ত্রাসী সংগঠন হামাস গাজার সমস্ত অপতৎপরতার জন্য দায়ী।
সূত্র: বাসস
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ