পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে সাইক্লোনের এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৫১ জন। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে। এতে ৫৪ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
গ্রীষ্মমন্ডলীয় সাইক্লোন আভা সম্প্রতি মাদাগাস্কারের পূর্বাঞ্চলে আঘাত হানে। এ সময় নদীর পানি উপচে দুকূল প্লাবিত হয়, সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সেতুগুলো পানিতে ডুবে যায়।
রবিবার রাতে জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো জানায়, প্রাকৃতিক দুর্যোগে এখনো ২২ জন নিখোঁজ রয়েছে। ঝড়ের কারণে আরো ১ লাখ ৬১ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডিপ্রতিদিন/ ১৫ জানুয়ারি, ২০১৮/ ই জাহান