তুর্কি সেনাবাহিনী সিরিয়ার আফরিন প্রদেশে কুর্দি মিলিশিয়াদের ওপর বিমান হামলা শুরু করেছে। এ হামলায় এরই মধ্যে ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। কুর্দি মিলিশিয়াদের ওপর কয়েকদিন ধরে কামানের গোলাবর্ষণের পর এখন তাদের ওপর বিমান থেকে বোমা ফেলতে শুরু করল তুরস্ক।
এদিকে তুরস্ককে আক্রমণের সবুজ সংকেত দেওয়ার জন্য রাশিয়াকে দায়ী করেছে কুর্দি জোট ওয়াইপিজি। তারা জানিয়েছে তুরস্কের বিমান হামলায় ১০ জন নিহত হয়েছে।
প্রসঙ্গত, কুর্দি মিলিশিয়ারা আইএসের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ। এ হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের বিরোধ শুরু হয়েছে।
এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক টিভি সম্প্রচারে সিরিয়ান কুর্দি মিলিশিয়া গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে নতুন এই স্থল ও বিমান অভিযান শুরুর ঘোষণা দেন। অভিযানটির নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ'।
সূত্র: গার্ডিয়ান
বিডি প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ