৯ বছর বয়সে মেয়েদের স্কুলে যাওয়ার কথা, সমবয়সীদের সঙ্গে খেলা করার কথা৷ কিন্তু ভারতের ত্রিচির এক গ্রামের পরিবার ৯ বছরের মেয়ের বিয়ে ঠিক করে দিল ৩৯ বছর বয়সী এক পাত্রের সঙ্গে৷ যদিও খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে হোমে পাঠিয়েছে৷
নয় বছরের সেই মেয়েটি চতুর্থ শ্রেণিতে পড়ে৷ সম্প্রতি মেয়েটির পরিবার তার থেকে ৩০ বছর বয়সে বড় এক ব্যক্তির সঙ্গে বিয়ে ঠিক করে দেয়৷ কোন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মহিলা পুলিশ থানায় ফোন করে বিষয়টি জানিয়ে দেয়৷ খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে ঘটনাটি সত্যি৷ বিয়ে আটকাতে সঙ্গে সঙ্গে গ্রামে ছুঁটে যায় তারা৷
পুলিশ জানিয়েছে, সেই দিন রাতে মেয়েটির মা ৯ বছরের শিশুকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেয়৷ পরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তদন্ত করে নিশ্চিত হয় মেয়েটির পরিবার তার বিয়ে ৩৯ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে দেওয়ার কথা পাকা করে ফেলেছিল৷
যদিও এই ঘটনায় সবাই হতবাক হয়ে গিয়েছে৷ তাও আবার দশ বছরের কম বয়সী মেয়ের বিয়ে দেওয়ার ঘটনা কথা সচরাচর শোনা যায় না৷ ভারতের সরকারি পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে ১৫৮৬টি বাল্য বিবাহ আটকান গেছে৷ তাহলে সহজেই অনুমেয় পরিস্থিতি কতটা উদ্বিগ্নের৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর