মাত্র একমাস পরই দক্ষিণ কোরিয়ায় শুরু হচ্ছে অলিম্পিক প্রতিযোগিতা। আর সেই পরিস্থিতিই পর্যবেক্ষণ করতে রবিবার উত্তর কোরিয়ার এক প্রতিনিধি দল পৌঁছেছে দক্ষিণ কোরিয়াতে।
এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়েছে, এমএস হিয়ং সং ওলের নেতৃত্বে সাত সদস্যের একটি দল এদিন দক্ষিণ কোরিয়াতে এসে পৌঁছেছে। হিয়ং সং উত্তরের সামজিয়ন অর্কেস্ট্রা গ্রুপের প্রধান। পাশাপাশি তিনি মোরানবং ব্যান্ডের ডিরেক্টর। যেটি দেশের অন্যতম মহিলাদের মিউজিক্যাল গ্রুপ। কিম জংয়ের নির্দেশেই এই বিশেষ দলটি গঠন হয়েছে উত্তর কোরিয়া।
এদিকে, হিয়ং সং ওলের নেতৃত্বে সাত সদস্যের এই দলকে কঠিন নিরাপত্তা দেয়া হচ্ছে। উত্তর কোরিয়ার পুলিশের একটি দলের উপর তাদের নিরাপত্তার দায়িত্ব রয়েছে।
বিডি প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ