যুক্তরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলের শহর ডারহামে এক অভিনব প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখানে ৯ থেকে ১১ বয়সী ছোট শিশুদের মোতায়েন করা হচ্ছে। এরাই মূলত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করছে।
ডারহামের মোটর চালকদের চলাচল এবং কেউ দ্রুত মটর চালালে তাকে শনাক্ত করছে মিনি পুলিশ বাহিনী। ডারহাম কনস্টাবুলারি প্রকল্পটি শুরু করেছে। পুলিশের কাজের ব্যাপারে ইতিবাচক ধারণা দিতে এ প্রকল্প নেওয়া হয়েছে।
ডারহাম কনস্টাবুলারি ইতোমধ্যে অর্থনৈতিকভাবে বঞ্চিত এলাকার বেশ কিছু ছোট ছাত্র-ছাত্রীকে মিনি পুলিশের ইউনিফর্ম দিয়েছে। শহরের বিশেষ বিশেষ গ্রামগুলোতেও তাদের ডাকা হচ্ছে। এসব মিনি পুলিশ ভয়াবহ সংঘটিত অপরাধ ও দলবদ্ধ অপরাধ ঠেকাতে শিক্ষামূলক কর্মসূচি চালাতেও সহায়তা করতে পারবে বলে আশা করা হচ্ছে।
মিনি পুলিশের কয়েকটি দল ইতিমধ্যে তাদের দায়িত্ব পালন শুরু করেছে। পরীক্ষামূলকভাবে এদের কার্যক্রম মূল্যায়নের জন্য ব্রিটিশি পুলিশের অধীনে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় আট হাজার পাউন্ড অর্থ বরাদ্দ দিয়েছে।
বিডি প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৮/আরাফাত